২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০০, ৩০ এপ্রিল ২০২১

অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য সড়কে সাজানো ইফতার

অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য সড়কে সাজানো ইফতার

প্রেস নারায়ণগঞ্জ: ইফতারের ঠিক আগ মুহূর্তে সড়কে সাজানো ইফতারের প্যাকেট আর পানির বোতল। নারায়ণগঞ্জের অসহায়, দরিদ্র ও স্বল্পআয়ের দিনমজুরদের জন্য এমন ব্যতিক্রমী ইফতারের আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস নারায়ণগঞ্জ জেলা।

শুক্রবার (৩০ এপ্রিল) নগরীর মেট্রোহল সংলগ্ন গোল চত্ত্বরে সাজানো ছিল সারি সারি প্যাকেট ও পানির বোতল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষ ও রিক্সাচালকরা যে যার মতো করে একটি প্যাকেট নিয়ে চলে যান।

এসময় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে কার্যক্রমটি পরিচালনা করেন।

এ বিষয়ে স্মাইল নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনিরুল ইসলাম মুন্না বলেন, আমরা প্রতিবছর ইফতার বিতরণ করে থাকে কিন্তু এ বছর একটু ব্যাতিক্রম ভাবে আয়োজন করেছি। করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের রিক্সাচালকরা যেখানে প্রতিদিনের সংসার চালাতেই হিমশিম খাচ্ছে সেখানে ইফতার তো বলাই বাহুল্য। পুরো আয়োজনে সাহায্য করেছেন স্মাইলের সহযোদ্ধারা এবং কিছু শুভাকাক্ষী। এমতাবস্থায় বিত্তবানরা এগিয়ে আসলে আরো ভাল কিছু করতে পারবো বলে আমি আশাবাদী।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়