২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:৩৪, ১৩ জুলাই ২০২১

আপডেট: ২২:৩৪, ১৩ জুলাই ২০২১

অসহায় মানুষের জন্য বাসদের কমিউনিটি কিচেন

অসহায় মানুষের জন্য বাসদের কমিউনিটি কিচেন

প্রেস নারায়ণগঞ্জ: ভাসমান-ছিন্নমূল, কর্মহীন, অসহায় দরিদ্র মানুষের জন্য একবেলা খাবারের কর্মসূচির অংশ হিসেবে বাসদের কমিউনিটি কিচেনের কার্যক্রমের ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) জেলা বাসদের আয়োজনে ৬ষ্ঠ দিনের মতো এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি ,বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস , গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, মেকানিক ইউনিয়নের সাবেক সভাপতি তাজুল ইসলাম , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক মুন্নি সরর্দার প্রমুখ।

এসময় রফিউর রাব্বি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের প্রায় ৭০ ভাগ মানুষের আয় কমে গিয়েছে । ডেল্টা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সরকার খাদ্য ও নগদ অর্থ সহায়তা না দিয়ে কঠোর লকডাউন দিয়েছে। এতে সবচেয়ে বেশী বিপদে পড়েছে ছিন্নমূল অসহায় মানুষ। বাসদের কমিউনিটি কিচেন এর উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

‘কমিউনিটি কিচেন’ বিষয়ে নিখিল দাস বলেন, এই করোনাকালে সবচেয়ে দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে আছে ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষ। এই ভাসমান মানুষের অনেকেরই পারিবারিক বন্ধন নেই । আবার এদের মধ্যে মানুষিক ভারসাম্যহীনও রয়েছে।এরা অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। এদের দুরাবস্থার কথা চিন্তা করেই বাসদের উদ্যোগে গত বছর প্রথম ধাপে করোনাকালীন লকডাউন সময়ে একবেলা খাবারের আয়োজন করা হয়েছিল। এবার আমরা তৃতীয় ধাপে চালু করেছি। আমরা আমাদের সামর্থ্য দিয়ে শুরু করেছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সহযোগীতা পেলে আরো অর্ধিক সংখ্যায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে পারবো বলে আমাদের বিশ^াস।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়