২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৪:৩৫, ৬ মার্চ ২০১৮

অ্যান্টার্কটিকায় আছড়ে পড়ল ইউএফও!

অ্যান্টার্কটিকায় আছড়ে পড়ল ইউএফও!

প্রেস নারায়ণগঞ্জ ডটকম: ভিনগ্রহীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক আগে থেকেই এ নিয়ে চলছে আলোচনা-গবেষণা। অনেকেরই বিশ্বাস, ভিনগ্রহী প্রাণীরা বহু বছর ধরেই মহাকাশযান নিয়ে ঘুরে বেড়ায়! সম্প্রতি গুগল আর্থে ধরা পড়া এক ছবি নিয়ে আবারও সরব হয়েছেন সেই মানুষেরা।  

এ ব্যাপারে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গুগল আর্থে অ্যান্টার্কটিকায় একটি অজানা বস্তুর দেখা মিলেছে। একেই বলা হচ্ছে ভিনগ্রহীদের মহাকাশযান, যেটা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে নির্জন তুষারের বুকে।

দক্ষিণ জর্জিয়ার এক প্রত্যন্ত অঞ্চল। অল্প কিছু মানুষ সেখানে বসবাস করেন। ঠিক ওই অঞ্চলেই ধরা পড়েছে ওই ছবি। এরই মধ্যে ছবিটিকে নিয়ে হইহই শুরু হয়ে গেছে।

তবে ‘ভিনগ্রহীদের যান’ তত্ত্বে অমত রয়েছে অনেকের। তাদের মতে, ওটা বরফের শরীর ভেদ করে উঠে আসা পাথরের চাঁই হতে পারে। দূর থেকে সেটাকেই ইউফো বলে মনে হচ্ছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়