২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:০৯, ১৯ জানুয়ারি ২০২১

আইনজীবী সমিতি এখন ছেলের হাতের মোয়া: সাখাওয়াত

আইনজীবী সমিতি এখন ছেলের হাতের মোয়া: সাখাওয়াত

প্রেস নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘জাতীয়, স্থানীয় সব নির্বাচনের মতো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকেও সরকার কুক্ষিগত করেছে। আইনজীবী সমিতির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এবার এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবো।’

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে আগামী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রচারণামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি সমর্থিত প্যানেলের জন্য ভোট প্রার্থনা করে তিনি বলেন, ‘আইনজীবীদের ভোট নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা এদেশে নির্বাচনী ব্যবস্থাকে একটি কলঙ্কে রূপান্তরিত করেছে। এই কলঙ্ক থেকে এদেশের মানুষ ও আইনজীবী সমিতিকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই প্যানেল আইনজীবীদের সকল সমস্যা নিরসন করবে।’

নির্মাণাধীন ডিজিটার বার ভবন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারি দলের প্যানেল বার ভবনকে মূলা হিসেবে ঝুলিয়ে রেখে নির্বাচনকে প্রভাবিত করতে চায়। এই আইনজীবী সমিতির ভবন পাঁচতলা ছিল। তারা মাত্র দেড়তলা করতে পেরেছে। পাঁচতলা ভবনের তিনতলা পর্যন্তও করতে পারে নাই। আমাদের প্যানেল নির্বাচিত হলে এক বছরের মধ্যে চারতলা পর্যন্ত সম্পন্ন করবো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আইনজীবীরা কোথাও কথা বলতে পারে না। আইনজীবীদের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তারাই নেতৃত্ব দেবে। কিন্তু এখন আইনজীবী সমিতি ছেলের হাতের মোয়া হয়ে গেছে। এই অবস্থা থেকে আইনজীবীরা উত্তরণ চায়।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়