১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩০, ২৮ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৩০, ২৮ অক্টোবর ২০২১

আইভীকে 'প্রধানমন্ত্রী ভুল করে' নৌকা দিলেও সমর্থন

আইভীকে 'প্রধানমন্ত্রী ভুল করে' নৌকা দিলেও সমর্থন

প্রেস নারায়ণগঞ্জ: মেয়র আইভীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে `প্রধানমন্ত্রী ভুল করে` নৌকা মার্কা দিয়ে দিলে কোনো উপায় নেই জানিয়ে সমর্থনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। এসময় তিনি `নৌকা দিলেও সে নৌকাটা যেন গাঞ্জার নৌকা না হয়` বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের সহধর্মিণী নাসরিন ওসমানের নামে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আইভী প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, `আমি আগেও বলেছি, যদি ঐ সিটটার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভুল করেও নৌকা মার্কা দিয়ে দেয় তাহলে আমাদের কোনো উপায় নেই। তাকে আমাদের সমর্থন করতেই হবে। এর আগের বারও তা করেছি। তবে ভুল করে কেউ যেন নৌকা না দেয়। আর দিলেও সে নৌকাটা যেন গাঞ্জার নৌকা না হয়।’

সাংসদ সেলিম ওসমান আরও বলেন, ‘ইদানিংকালে মেয়েদের আমি ভীষণ ভয় পাই। ভয় পাই বলেই এই ভবন নাসরিন ওসমানের নামে নামকরণ করা হয়েছে না হলে আমার নামেই করা হতো। ভয় আর সম্মান এক জিনিস না। আজকে কেউ কেউ আঙ্গুল উচিয়ে বলেন মিস্টার সেলিম ওসমান নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের টাকা আপনি ট্রাকে করে ঢাকায় নিয়ে যান। আরে ভাই! এই ৮টা স্কুলের মধ্যে কোন ব্যবসায়ী আছেন যে একটা পয়সা আমাকে সহযোগিতা করতে পেরেছেন? এমন কোনো ব্যবসায়ী যদি থাকেন তাহলে আমার সামনে আসবেন৷’

মেয়র আইভীকে উদ্দেশ্যে করে তিনি এসময় বলেন, ‘আপনি মাফ চাইয়েন না, আল্লাহ আপনাকে হেদায়েত করুক।’

এ সময় নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, নাসিক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য এর আগেও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা মনোনয়ন প্রাপ্তি প্রসঙ্গে কথা বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় সমবায় ব্যাংক কমার্শিয়াল ভবনে দুর্গা পূজা উপলক্ষে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন ‘আমাদের কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে নমিনেশন দেয় আমি যে দল করি না কেন, তাকে আমার সমর্থন করতেই হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি ভুল করেন সেটাও আমাদের মেনে নিতে হবে। কারণ অনেকেই অনেক কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনাকে নমিনেশন দেন উপরওয়ালা যদি ওনার কপালে মেয়র লিখেই রাখে তাহলে উনি মেয়র হবেন।’

সেই সভায় তিনি আরও বলেন, ‘তাকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিতেই পারেন। কী করার থাকবে আমাদের? কিছুই করার নেই। নৌকা ছাড়া তো উপায় নেই। সুতরাং নৌকাও চাই, আগামীতে আওয়ামী লীগের সরকারও চাই এবং তার উপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়