২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৫:২২, ১৩ এপ্রিল ২০১৯

আপডেট: ১৩:০৪, ১৪ এপ্রিল ২০১৯

আকাশ ছোঁয়া দাম ইলিশের

আকাশ ছোঁয়া দাম ইলিশের

প্রেস নারায়ণগঞ্জ: রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রথম প্রহর থেকেই শুরু হবে বর্ষবরণ উৎসব। অসম্প্রদায়িক এই উৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে মাতবে সবাই। প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদার তালিকার শীর্ষে থাকে ইলিশ। পান্তার সঙ্গে এক টুকরো ইলিশ ভাজা সবারই চাই।

এদিকে বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম। তার উপর বাজারে ইলিশের স্বল্পতা ইলিশের দাম বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা ধরে। বাজারে ইলিশ কিনতে আসা অনেক ক্রেতাই এই দাম শুনে আঁতকে উঠছেন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে নগরীর প্রধান বাজার দিগুবাবুর বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরো বাজারের মোট ১২টি দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের ইলিশ। তবে ইলিশের সংখ্যা তুলনামূলক কম। তারপরও ইলিশের জন্য বিক্রেতাদের কাছে ভিড় করছেন ক্রেতারা। তাবে ইলিশের মূল্য শুনে অনেকেই আঁতকে উঠছেন। অনেকে আবার একটু আধটু দর কষাকষি করে ফিরে যাচ্ছেন।

মাছ বাজারের শেষ তথ্য অনুযায়ি, এক কেজি ওজনের একটি বড় ইলিশের দাম ২ হাজার টাকা। ৭০০ গ্রামের একটি ইলিশ ১ হাজার ৬’শ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ১ হাজার ২’শ থেকে ৮’শ টাকা কেজি ও ৪০০ গ্রামের ইলিশ ৮’শ টাকায় বিক্রি হচ্ছে।

মো. জাহেরুল ইসলাম মাছের দাম জানতে চাইলে মাছ বিক্রেতা বললেন, বড় মাছটা ২ হাজার টাকা। দাম শুনেই জাহেরুল ইসলাম বলেন, ‘ইলিশ খাওয়া লাগবে না।’ এই বলে অনেকটা চলে যাওয়ার পর আবার ফিরে এসে ৪০০ গ্রামের দুটি ইলিশ মাছ কিনলেন ১ হাজার ২’শ টাকায়। মো. জাহেরুল ইসলামকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘মাছের দাম শুনে আঁতকে উঠেছিলাম। কিন্তু ছোট্ট মেয়েটি বায়না করেছে বৈশাখে ইলিশ খাবে। তাই আবার ফিরে এলাম। অনেক দাম কষাকষি করার পর ১২’শ টাকায় দুটি ইলিশ কিনলাম। বছরে একবারই তো, কিনে নিলাম।’

আরেকজন ক্রেতা গণি মিয়া বলেন, ‘বৈশাখ আসলেই দাম বেড়ে যায়। নতুন কিছু না। প্রতিবারই একেকটা অজুহাত। মাছ নেই, এটা সেটা। তার উপর ৫-৬ মাস আগের মাছ বিক্রি করে। এসব দেখে কিনতেও ইচ্ছে করে না। তবু দাম জিজ্ঞাস করেছিলাম। দাম শুনেই ফিরে আসতে হয়েছে।’

মাছ বিক্রেতা শ্রীতাম বলেন, ‘বৈশাখে তো ইলিশের দাম বাড়বোই। এটাই নিয়ম। এই দাম তো আমরা ইচ্ছা কইরা নিতাছি না। যতোতে কিনমু ততোতেই বেচমু।’

ইলিশ দাম সম্পর্কে মাছ বিক্রেতা মঙ্গল বর্মন বলেন, ‘সরকারিভাবে ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে। এই কারণে বাজারে মাছের সরবারহ কম আর তাই মাছের দামও অনেক বেশি।’

তিনি আরো বলেন, ‘সকাল থেকে বেচাকিনা ভালো না। রাতে বিক্রি বাড়বে। সবাই রাতেই মাছ কিনতে আসবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়