১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২২

আগামীতেও আ’লীগ সরকার গঠন করবে নিশ্চিত: কৃষিমন্ত্রী

আগামীতেও আ’লীগ সরকার গঠন করবে নিশ্চিত: কৃষিমন্ত্রী

প্রেস নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সার চাওয়ার অপরাধে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। রমজানের সময় মানুষের চালভাজা খেয়ে রোজা ও ইফতার করতে হয়েছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কৃষককে ভর্তুকি দিয়ে ন্যায্যমূল্যে সার কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। সারের দাম বৃদ্ধির পরও ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে হাতে সার পৌঁছে দিচ্ছে।’

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, সোনারগাঁয়ের আওয়ামী লীগের সম্মেলনে জাগরণ সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকার গঠন করবে এটা নিশ্চিত।

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের যেকোনো আন্দোলন-সংগ্রাম মোকাবেলা করার জন্য নির্দেশ দেন।

আব্দুর রাজ্জাক বিএনপি-জামাত জোট সরকারের সমালোচনা করে বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালে এই জামাত-বিএনপি জোট জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে শত শত সাধারণ নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এই খুনি চক্রকে সাধারণ মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।‘

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়