২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৮, ১১ জুলাই ২০২১

আপডেট: ২০:৩৯, ১১ জুলাই ২০২১

আগুনের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

আগুনের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রেস নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘সেজান জুসের আগুনের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে। বিষয়টি প্রধানমন্ত্রী নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করছেন। শ্রমিকদের প্রাণহানি মেনে নেওয়া যায়না। কাউকেই ছাড় দেওয়া হবে না।’ রোববার (১১ জুলাই) দুপুরে রূপগঞ্জে আগুনে ভষ্মীভূত সেজান জুস কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রতিনিধি দলও ছিলেন।

মন্ত্রী আরো বলেন, ‘কারখানা নির্মাণে কোনো অনিয়ম চলবে না। শ্রমিকদের প্রতি অন্যায় করা হয়ে থাকলে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পাশাপাশি কারখানার মালিকপক্ষ থেকেও তাদের ক্ষতিপূরণ দিতে হবে।’

এ সময় প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়