২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১২:৫১, ১৬ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৫:১৩, ১৬ ডিসেম্বর ২০১৮

আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস

প্রেস নারায়ণগঞ্জ: আজ মহান বিজয় দিবস। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রভাতী সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাংলার রক্তস্নাত শিশির ভেজা মাটি, অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়।

দীর্ঘ নয় মাসের জঠর-যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রায় ৯২ হাজার পাকিস্তানি বাহিনী ঐতিহাসিক রোসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই মাহেন্দ্রক্ষণ।

হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এইদিনই বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। সাড়ে চার দশক পর এবার মহান বিজয় দিবসটি এসেছে ভিন্ন আবহে। শীর্ষ যুদ্ধাপরাধী অনেকের বিচার হয়েছে। দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, ফাঁসিতে ঝুলিয়ে রায়ও কার্যকর করা হয়েছে।

এ বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এবার মহান বিজয় দিবস পালন হচ্ছে। ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবারের বিজয় দিবসে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন। ভোর থেকেই শুরু হয় শহীদদের প্রতিকৃতিতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়