২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০০:২৬, ১০ আগস্ট ২০২২

আপডেট: ০০:২৭, ১০ আগস্ট ২০২২

আজমীর শরীফে হাসনাত আব্দুল্লাহর সাথে মেয়র আইভী

আজমীর শরীফে হাসনাত আব্দুল্লাহর সাথে মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: ভারতের আজমীর শরীফ দরগাহে আওয়ামী লীগের সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ আবুল হাসনাত বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক৷

মঙ্গলবার (৯ আগস্ট) মেয়র আইভী ও সাংসদ আবুল হাসনাতের সাক্ষাৎ হয়৷ এ সময় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷

গত কয়েকদিন যাবৎ ভারতের আজমীর শরীফ দরগাহে আছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ সাংসদ আবুল হাসনাতও পরিবার নিয়ে আজমীর শরীফে আছেন৷ দরগাহে তার সাথে আবুল হাসনাতের সাক্ষাতে তারা একে-অপরের সাথে কুশলাদি বিনিময় করেন৷

এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মিজানুর রহমান খান, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, আকরাম হোসেন প্রমুখ৷

আবুল হাসনাত আব্দুল্লাহ সপ্তম সংসদের প্রধান হুইপ ছিলেন৷ বরিশাল জেলা আওয়ামী লীগের এই সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। বর্তমানে তিনি মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়