২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:৫৭, ২৬ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:৫৭, ২৬ নভেম্বর ২০২২

আড়াইহাজারে নৈশপ্রহরী হত্যায় একমাত্র আসামি গ্রেফতার

আড়াইহাজারে নৈশপ্রহরী হত্যায় একমাত্র আসামি গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তর্কের জেরে নৈশপ্রহরী হোসেন আলীর খুনের ঘটনায় এজাহারভূক্ত একমাত্র আসামি হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী হোসেন (৬০) আড়াইহাজারের আগুয়ান্দী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

র‍্যাব জানায়, আড়াইহাজারের উচিৎপুরা বাজারে নিহত হোসেন আলীসহ চারজন নৈশপ্রহরীর কাজ করতেন৷ বুধবার (২৩ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে উপজেলার উচিৎপুরা বাজারে পাহারা শেষে হোসেন ও হোসেন আলী নামের দুই নৈশ প্রহরী বাড়ি ফেরার সময় তর্কে জড়ায়৷ এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে হোসেনের হাতে থাকা টর্চলাইটের আঘাতে হোসেন আলী মাটিতে লুটিয়ে পড়েন৷ অপর দুই সহকর্মী আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ ঘটনার পরপর হোসেন পালিয়ে যায়৷ এই ঘটনায় হোসেন আলীর শ্যালক মো. লায়েছ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ এর গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি হোসেনকে ঢাকার দক্ষিনখান থানা এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায়।

র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভূক্ত একমাত্র আসামি হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃতকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়