২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩৮, ৩০ মার্চ ২০২১

আদালতে খোকন সাহার উচ্চবাচ্য

আদালতে খোকন সাহার উচ্চবাচ্য

প্রেস নারায়ণগঞ্জ: আদালতে মক্কেলের জামিন আবেদন মঞ্জুর না করায় উত্তেজিত হয়ে উচ্চবাচ্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাড. খোকন সাহা৷ সোমবার (২৯ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে এ ঘটনা ঘটে৷ পরে মক্কেলের জামিন আবেদন ‘টেকব্যাক’ পদ্ধতিতে ফিরিয়ে নেন খোকন সাহা৷ আদালতের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে৷

আদালত সূত্রগুলো জানায়, সকালে ফটোসাংবাদিক মাহমুদুর রহমান প্রীতমের উপর হামলার ঘটনায় করা মামলার দুই আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও আবাসন ব্যবসায়ী হারুন অর রশীদের আত্মসমর্পন ও জামিন আবেদন করা হয় আদালতে৷ আসামিপক্ষে আদালতে দাঁড়ান খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির (বার) সভাপতি মোহসীন মিয়া, সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র আইনজীবী শামসুল ইসলাম ভূঁইয়া৷ বাদীপক্ষে দাঁড়ান বারের সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু৷ আদালত দুই পক্ষের শুনানি শেষে কাউন্সিলর শফিউদ্দিনের জামিন দিলেও হারুন অর রশীদকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন৷ এতেই উত্তেজিত হয়ে ওঠেন খোকন সাহা৷ তিনি আদালতের কাছে দু’জনেরই জামিন চান৷ আদালত তাতে অসম্মতি জানালে উচ্চবাচ্য করেন খোকন সাহা৷ এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আদালতের বিচারক৷

আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন বলেন, ‘আদালত একজনের জামিন মঞ্জুর এবং অন্যজনের নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন৷ এতে নাখোশ হন আসামিপক্ষের আইনজীবী খোকন সাহা৷ তিনি আদালতে উত্তেজিত হয়ে পড়েন৷ অবশেষে টেকব্যাকের মাধ্যমে দু’জনের জামিন আবেদন প্রত্যাহার করেন৷ ফলে কারোরই জামিন হয়নি৷’

বাদীপক্ষের আইনজীবী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, ‘আদালত একজনের জামিন মঞ্জুর এবং অন্যজনের নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন৷ পরে আমি বেরিয়ে পাশের আদালতে আরেকটি মামলার জন্য যাই৷ কিন্তু পরক্ষণে আদালতে হৈ-চৈ শুনে লোক পাঠিয় জানতে পারি, টেকব্যাক করা হয়েছে আবেদন৷ এ নিয়ে আসামিপক্ষের আইনজীবী খোকন সাহা উচ্চবাচ্য করেছেন শুনেছি৷’

তবে আদালতে উত্তেজিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অ্যাড. খোকন সাহা৷ তিনি বলেন, ‘আমি দু’জনেরই জামিন আশা করেছি৷ না পেয়ে টেকব্যাক করেছি৷ এ নিয়ে আদালতে কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ এসব কথা অ্যাড. দিপু ছড়াচ্ছে৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়