২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০০:১৯, ১৩ এপ্রিল ২০২৩

আপডেট: ০০:১৯, ১৩ এপ্রিল ২০২৩

আপোষ নয় বিচার চান পারভেজের স্ত্রী সুমা

আপোষ নয় বিচার চান পারভেজের স্ত্রী সুমা

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরে ফরাজিকান্দা এলাকায় হোন্ডাবাহিনীর হামলায় ১৯দিন পর আহত গুলিবিদ্ধ মঈনুল হক পারভেজের মৃত্যু যেন কোনভাবেই স্বাভাবিক ভাবে নিতে পারছেনা তার স্ত্রী আহত আবিদা সুলতানা সুমা। বর্তমানে টাকার অভাবে চিকিৎসাও ঠিকমত করতে পারছেন না তিনি। স্বামীর মৃত্যুর পর থেকে মামলার আপোষ মিমাংসার জন্য হুমকির শিকারও হচ্ছেন বলে অভিযোগ আহত আবিদা সুলতানা সুমার।

তিনি আরো জানান, ফরাজিকান্দা জমি সংক্রান্ত বিরোধে আমার স্বামী মঈনুল হক পারভেজ ও আমাকে নির্মমভাবে পিটাল হোন্ডাবাহিনীর সন্ত্রাসী দল। আমার স্বামীর পায়ে গুলি লাগল। আমার পা ভেঙ্গে দেয়া হল। থানায় মামলা হল। পরবর্তিতে সেই মামলা ডিবিতে হস্তান্তর করা হল। বাড়িতে এসে মামলার মিমাংসার জন্য প্রস্তাব দিল। এরপর থেকে আতংকগ্রস্ত হয়ে আমার স্বামী চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যুবরন করল। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমার স্বামী পারভেজ সব সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকত। আহতের পর থেকেই তার স্বামী পারভেজ হোন্ডাবাহিনীর আতংকে দিনাতিপাত করত। ভয়ে ভয়ে থাকত। মাঝে মাঝে রাতে চিৎকার দিয়ে আমাকে ডাকত। হোন্ডাবাহিনীর হামলার ১৯দিন পর আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমাকে কেউ ঠিকমত চিকিৎসা করায় না। পরিবারের সদস্যরা কেমন যেন বিরুপ আচরন করে আমার সাথে। শুনেছি আমার দেবর মামলার বাদী তানভীর গোপনে হোন্ডাবাহিনীর সাথে আপোষ করে ফেলেছে। আমার স্বাক্ষরও নাকি নকল করে দিয়েছে। মামলার আইও ডিবি অফিসারকে ফোন দিলেও ধরে না। আমাকে কেউ কোন পাত্তা দিচ্ছেনা। সবাই টাকায় বিক্রি হয়ে গেছে। জানি না কি হবে। তবে আমি আমার স্বামী পরভেজের জন্য লড়তে চাই। ভাঙ্গা পা নিয়েই আমি এ যুদ্ধটা করতে চাই। আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়