২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১২:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৩:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

আমি তো নৌকার মানুষ: মেয়র আইভী

আমি তো নৌকার মানুষ: মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি তো নৌকার মানুষ৷ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমি মায়ের পেট থেকে শুনে আসতেছি৷ আসন্ন নির্বাচনে আমি মনোনয়ন চাইবো৷ নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা নিয়েই নির্বাচনে অংশ নেবো৷’

সোমবার (১৩ সেপ্টেম্বর) বাজেট অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷ বেলা ১১টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

জলাবদ্ধতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিটি মেয়র আইভী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ব্যাপক কাজ করেছে৷ তারপরও জামতলা, ইসদাইর, মাসদাইর এলাকায় পানি জমেছে৷ এসব এলাকার বড় একটি আউটলেট ছিল কালিয়ানী খাল৷ সেই খাল দখল-দূষণে প্রায় ভরাট হয়ে গেছিলো৷ অনেক টাকা খরচ করে একটি উভচর এক্সাভেটর দিয়ে কালিয়ানী খাল খনন করেছি৷ কিন্তু ফকির অ্যাপারেলসহ কিছু প্রতিষ্ঠানের দখলের কারণে সুফল পাচ্ছি না৷ উচ্ছেদের জন্য ডিসিকে চিঠি দিয়েছি৷ এগুলো উচ্ছেদ করতে পারলে সুফল পাওয়া যাবে৷’

তিনি আরও বলেন, ‘গলাচিপায় বড় একটি ড্রেন করে দিয়েছি৷ কিন্তু ড্রেন দিয়ে পানি নামে না৷ ড্রেনের ভেতর মাটি থেকে শুরু করে সবকিছু জমে থাকে৷ বাড়ির মালিকরা তাদের সুয়ারোজ লাইন সরাসরি ড্রেনের সাথে সংযোগ করে দেয়৷ এগুলোর জন্য জরিমানা করেছি, সতর্ক করেছি কিন্তু কাজ হয়নি৷ সাধারণ মানুষকেও তো সচেতন হতে হবে৷’

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরে রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, কাউন্সিলর কবির হোসাইন, হান্নান সরকার, আব্দুল করিম বাবু, সুলতান আহমেদ ভূঁইয়া, শারমিন হাবিব বিন্নি, আয়েশা আক্তার দিনা প্রমুখ৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়