১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩০, ৩ ডিসেম্বর ২০২০

আপডেট: ০২:০১, ৪ ডিসেম্বর ২০২০

নাম বিক্রি করা আমার স্বভাবে নাই: আইভী

নাম বিক্রি করা আমার স্বভাবে নাই: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জায়গায় জায়গায় আলী আহাম্মদ চুনকার নাম বিক্রি করা আমার স্বভাবে নাই। আমার বাবা প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা মানুষের জন্য কাজ করছে। তাকে সম্মান দিয়ে নারায়ণগঞ্জবাসী আলী আহাম্মদ চুনকা পাঠাগার নির্মাণ করেছে। এই সড়ক আলী আহাম্মদ চুনকা সড়ক। নদীর ওইপারেও আরেকটা সড়ক আছে তার নামে। এরপর জায়গায় জায়গায় তার নাম দিয়ে জিনিস বানানোর পক্ষে আমি না। নারায়ণগঞ্জে বহু মুক্তিযোদ্ধা, বহু ব্যক্তিত্ব আছে, তাদের নামেও কিছু করণীয় আছে।’

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে শহরের দেওভোগে সিটি কর্পোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন ‘আঙিনা সিটি প্লাজা’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের এক দাবির জবাবে তিনি এসব কথা বলেন। এই ভবনে আলী আহাম্মদ চুনকার নামে একটি পাঠাগার নির্মাণের দাবি তোলা হয়।

সিটি মেয়র আইভী আরও বলেন, ‘স্কুলের মাঠের সামনে খালি একটা জায়গা আছে। সেখানে পাঠাগার ও বসার জায়গা দেওয়ার ব্যবস্থা করা হবে। বাচ্চাদের জন্য খেলার জায়গা করা হবে। এই ভবনে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের অর্থায়নে ১২ কোটি ৬৭ লাখ টাকায় নির্মিত হচ্ছে বহুতল ভবনটি। নয়তলা বিশিষ্টি এই বাণিজ্যিক ভবনে তিনতলা পর্যন্ত থাকবে মার্কেট। উপরে হবে ফ্ল্যাট। মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে নারীরা অগ্রাধিকার পাবেন। তাদের জন্যই এই ভবন নির্মাণ করা হচ্ছে। যেসকল নারী উদ্যোক্তা বিউটি পার্লার, বুটিক, হস্তশিল্পের দোকান দিতে চান তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এই ভবনে শিশুদের বিনোদনেরও ব্যবস্থা করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আসগর হোসেন, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শরীফ হিরা, হিমেল খান প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়