২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২২:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২০

আল্লামা শফিকে কটুক্তি করার মামলায় মুফতি রিমান্ডে

আল্লামা শফিকে কটুক্তি করার মামলায় মুফতি রিমান্ডে

প্রেস নারায়ণগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ফতুল্লা মডেল থানা পুলিশ৷ শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন৷

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷ তিনি বলেন, পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে৷ বিজ্ঞ আদালত এক দিনের আবেদন মঞ্জুর করেন৷

দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদের করা মামলায় রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিৱ জিহাদীকে আটক করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদী৷ তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে আহলে সুন্নতের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ৷ এ সময় বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদীর ফেসবুক আইডি গত কয়েকদিন আগে হ্যাক হয়েছিল। হ্যাক হওয়ার পর তার ফেসবুক পেজ থেকে হ্যাকাররা আল্লামা শফীকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু কথা পোস্ট করে। তিনি তার আইডিটি উদ্ধার করার পর তিনি সে পোস্টগুলো ডিলেট করে দিয়েছিলেন। এবং তখনই সাথে সাথে তার আইডি হ্যাক হওয়ার বিষয়ে তিনি ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরিও দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ সে ঘটনার তদন্ত না করে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। আলাউদ্দিন জিহাদীকে ঠুনকো একটি ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে। যদি তাকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আমরা বড় রকমের আন্দোলনে যাবো। তার মুক্তির প্রয়োজনে দরকার পড়লে আমরা রাজপথে রক্ত ঢেলে দেব।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়