১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪২, ৭ জানুয়ারি ২০২১

আড়াইহাজারে ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

আড়াইহাজারে ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

প্রেস নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ইটভাটায় কৃষিজমি থেকে মাটি কেটে আনার অপরাধে ও পরিবেশ ছাড়পত্রের লাইসেন্স না থাকায় ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানাসহ একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে উজ্জ্বল হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কৃষকদের জমি থেকে মাটি আনার অভিযোগে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা অর্থদন্ড এবং আরেকটি ইটভাটার পরিবেশ ছাড়পত্রের লাইসেন্স না থাকায় সেটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়ার পাশাপাশি ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়