১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৭, ২৪ মে ২০২২

আপডেট: ২০:২৮, ২৪ মে ২০২২

আড়াইহাজারে সিএনজি’র ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

আড়াইহাজারে সিএনজি’র ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বগাদি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল দশটায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই দুলাল হোসেন জানান, আমার ভাই আড়াইহাজারের শ্রীনিবাসদি এলাকায় তার বাড়ির অদূরে হালিমের ব্যবসা করেন। সকালের দিকে তিনি বগাদি এলাকায় কাজে গিয়েছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া সিএনজি তাকে ধাক্কা দেয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়