২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২৫, ১৯ অক্টোবর ২০২০

আপডেট: ২১:০৬, ১৯ অক্টোবর ২০২০

আড়াইহাজারে ৬ মণ ইলিশ জব্দ ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

আড়াইহাজারে ৬ মণ ইলিশ জব্দ ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

প্রেস নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ মণ ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস অফিস। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালায় উপজেলা মৎস অফিস কর্তৃপক্ষ।

উপজেলা মৎসা অফিসের সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আড়াইহাজার উপজেলাস্থ বিশনন্দী, কালাপাহাড়িয়া ও খাগকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে বেহুন্দি জাল ও ৬ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ইলিশ মাছ গুলো উপজেলা পরিষদের সামনে বিভিন্ন মাদরাসায় দিয়ে দেয়া হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, মৎস সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম, আইরিন নাহার সিঁথি ও সহকারী মৎস কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়