২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৪০, ১৪ জানুয়ারি ২০২১

ইউএনও শুক্লা সরকারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ইউএনও শুক্লা সরকারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ পন্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোরা এলাকায় অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। এ সময় তিনি ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেন এবং ওই শিক্ষার্থীর বাবা, মা ও স্থানীয় মেম্বার থেকে মুচলেকা গ্রহণ করেন। মুচলেকা অনুযায়ী, তারা ওই শিক্ষার্থীর ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়