২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৫৩, ২৮ নভেম্বর ২০২০

ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের ভ্যাট বিষয়ক কর্মশালা

ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের ভ্যাট বিষয়ক কর্মশালা

প্রেস নারায়ণগঞ্জ: ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে ভ্যাট বিষয়ক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর টানবাজারে বিওয়াইএমএ ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট দফতরের বিভাগীয় কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। এসময় তিনি সুতা-রং ও কেমিক্যাল ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভ্যাট বিষয়ক সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় ধারণা প্রদান করেন।

কর্মশালা শেষে এসোসিয়েশনের সভাপতি লিটন সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সুতা-রং ও কেমিক্যাল ব্যবসায়ীগন ভ্যাট প্রদানে আগ্রহী। কিন্তু ব্যবসায়ীদের উপর সাধ্যের অতিরিক্ত ভ্যাটের বোঝা চাপিয়ে দিলে আমরা টিকে থাকতে পারবো না। ভ্যাট প্রদান পদ্ধতি সহজতর হলে অধিকমাত্রায় ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা যাবে। বিভাগীয় কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ নিয়মের মধ্যে থেকে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়