১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:২৬, ২৪ মে ২০১৯

আপডেট: ১৪:১২, ২৭ জুন ২০১৯

ঈদে ‘আকাশের কত তারা’ নিয়ে আসছেন কন্ঠশিল্পী অনিক

ঈদে ‘আকাশের কত তারা’ নিয়ে আসছেন কন্ঠশিল্পী অনিক

প্রেস নারায়ণগঞ্জ: তরুণ প্রজন্মের কন্ঠশিল্পী অনিক ইসলাম সোহাদের কন্ঠে এই প্রথম ইউটিউবে আসতে যাচ্ছে ‘আকাশের কত তারা’ শিরোনামের একটি গান। দেশের জনপ্রিয় প্রযোজক সংস্থা জি সিরিজের ব্যানারে গানটি বাজারে আসবে এবারের পবিত্র ঈদ উল ফিতরে। ঈদের দিন সকাল থেকেই গানটি ইউটিউবের জি সিরিজের চ্যানেলে গানটি শুনতে পাবেন শ্রোতারা। শ্রোতারা ইউটিউবে জি সিরিজ সাবস্ক্রাইব করে গানটি শুনতে পারবেন। এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জের কন্ঠশিল্পী অনিক ইসলাম সোহাদ।

গানটির কথা লিখেছেন নারায়ণগঞ্জের কন্ঠশিল্পী ও নাট্যাভিনেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম। গানটির সুর ও সংগীতে রয়েছেন কন্ঠশিল্পী অনিক ইসলাম সোহাদ।

এ বিষয়ে অনিক ইসলাম সোহাদ বলেন, ‘এই প্রথম আমার কন্ঠে কোন একক গান প্রকাশিত হতে যাচ্ছে। বিষয়টি খুব আনন্দের। আশা করছি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পারবে গানটি। জি সিরিজের ব্যানারে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন রাতে ইউটিউবে গানটি প্রকাশিত হবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির লেখক অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম স্যারের প্রতি। তিনি সুন্দর এই গানটি লিখেছেন।’

তরুণ প্রজন্মের এই কন্ঠশিল্পী বলেন, ‘ছোট বেলা থেকেই গানের প্রতি আমার আগ্রহ। মাত্র সাড়ে ৩ বছর বয়সে আমি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে গানের চর্চা করি। তারপর ঢাকায় নজরুল একাডেমিতেও গানের চর্চা করেছি। ‘দাগ’ ব্যান্ড এর কিবোর্ডিস্ট হিসেবে কাজ শুরু করি। কিছুদিন আগে আমাদের ব্যান্ডের অ্যালবাম ‘কালা’ জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। এই প্রথম আমার কন্ঠে গান প্রকাশিত হতে যাচ্ছে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়