২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৫:৫৬, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ১৬:১৮, ২৬ নভেম্বর ২০২০

উদোর পিন্ডি বুধোর গায়ে চাপাতে জাহাঙ্গীরকে অব্যাহতি: আনোয়ার হোসেন

উদোর পিন্ডি বুধোর গায়ে চাপাতে জাহাঙ্গীরকে অব্যাহতি: আনোয়ার হোসেন

প্রেস নারায়ণগগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে অগঠনতান্ত্রিকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোনারগাঁয়ে জেলা পরিষদের নামফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদের আন্দোলনকে অন্যখাতে প্রবাহিত করার জন্য এই কাজ করা হয়েছে দাবি আনোয়ার হোসেনের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচির সমাপনী দিনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে জেলা পরিষদের নামফলক ভাঙার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে এক ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচি পালন করছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তব্য দেওয়ার সময় জাহাঙ্গীর আলমের অব্যাহতি প্রসঙ্গ তুলে আনোয়ার হোসেন বলেন, ‘যারা আনোয়ার হোসেনের নামফলক ভাঙ্গার প্রতিবাদে মাঠে নামেনি তারাই এ কাজ করেছে। জাহাঙ্গীর আলমকে নামফলক ভাঙার প্রতিবাদ করেছিল, এই কারণে অনিয়মতান্ত্রিকভাবে এবং অগঠনতান্ত্রিকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে কখনও অন্যায়কে প্রশ্রয় দেইনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। নিজের দলের ভেতর যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে রূখে দাঁড়িয়েছি। মানুষের স্বার্থে কথা বলেছি, আন্দোলন করেছি। জনগণের দাবি প্রতিষ্ঠা করার জন্য আমি লড়াই করেছি। কারাগারে গিয়েছি, জুলুম, অত্যাচার সহ্য করেছি। এ ঘটনা আমার জন্য নতুন কিছু নয়। যাদেরকে আমি রাজনীতিতে শিক্ষা দিয়েছি এবং রাজনীতিতে হাতেখড়ি দিয়েছি তাদের দ্বারাও আমি নিগৃহীত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে এবং মানুষকে ভালোবাসতে শিখতে। আমি এই কথায় বিশ্বাসী হয়ে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছি। মানুষের কল্যাণের জন্য কাজ করেছি বলে স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী আমাকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মো. আলাউদ্দিন, মাহবুবুর রহমান রোমান, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুদ, সহকারী প্রকৌশলী মো. ওয়ালীউল্লাহ, উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত, প্রশাসনিক কর্মকর্তা কেএম রাশেদুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল আলম, উচ্চমান সহকারী মীর মাহমুদা খানম, নমিতা মল্লিক, সার্ভেয়ার রকিবুল হাসান, অফিস সহকারী মিলন হোসেন, হারুন অর রশিদ, কম্পিউটার অপারেটর হারুন প্রমুখ। এ সময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার নির্দেশে তার লোকজন এই নামফলক ভেঙেছে। এই ঘটনার প্রতিবাদে গত ২১ নভেম্বর বক্তব্য রাখতে গিয়ে ‘আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী’ দল উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। পরে তিনি এজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনাও করেন। কিন্তু ২৪ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তবে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্র মানা হয়নি বলে মত দলের সিনিয়র নেতাদের।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়