২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৫৫, ২৮ মে ২০২৩

আপডেট: ২২:৫৫, ২৮ মে ২০২৩

এএসআই’র বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

এএসআই’র বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গত শনিবার (২৭ মে) দুপুরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী নুরুল মিয়ার।

নুরুল মিয়া স্থানীয় ‘নাবিলা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকানের মালিক। তিনি বলেন, এক মাস আগে তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন কেনেন। মোবাইলটি যে চুরির তা তিনি জানতেন না। মোবাইলটি উদ্ধার করতে এসে বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতান গিয়াস তাকে মামলায় ফাসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা আদায় করেন।

নুরুল মিয়া বলেন, ‘আল-আমিন নামে একজনের কাছ থেকে ৫ হাজার টাকায় মোবাইলটি আমি কিনি। তখন তো জানতাম না চোরাই মোবাইল। কিছুদিন পর মোবাইলটি পছন্দ হওয়ায় শাহী মসজিদ এলাকার সোহেল আমার কাছ থেকে মোবাইলটা কিনে নিয়ে যায়। শনিবার দুপুরে পুলিশ আমার দোকানে আইসা আমার খোঁজ করে। আমি তখন ছিলাম না। পরে সন্ধ্যায় এএসআই সুলতান আমাকে চোরাই মোবাইলের কেসের ভয় দেখায় এবং ৪০ হাজার টাকা দাবি করে। তখন আমি লজ্জা-শরমের ভয়ে ২০ হাজার টাকা দিয়া বিষয়টা মিটমাট করি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই সুলতান গিয়াস টাকা আদায়ের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘একটি জিডির প্রেক্ষিতে বন্দরের শাহী মসজিদ এলাকা থেকে চোরাই মোবাইল উদ্ধার করি। মামলার ভয় দেখিয়ে আমি কারও কাছ থেকে কোন টাকা নেইনি। কেউ এমন অভিযোগ করে থাকলে তা মিথ্যা।’

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এমন কোন অভিযোগ কেউ করেননি। ভুক্তভোগী ব্যক্তি থানায় এসে অভিযোগ জানালে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়