২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:৪৪, ২৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:০৪, ২৭ জানুয়ারি ২০২১

এক মঞ্চে 'ঢেলে দেই হুজুর' তাহেরি ও শামীম ওসমান

এক মঞ্চে 'ঢেলে দেই হুজুর' তাহেরি ও শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় প্রথমবারের মতো একই মঞ্চে ধর্মীয় আলোচনায় (ওয়াজ) অংশ নেবেন আলোচিত-সমালোচিত বক্তা, মাওলানা পীর মুফতী গিয়াসউদ্দিন আত্ব-তাহেরী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বুধবার (২৭ জানুয়ারি) ফতুল্লা কায়েমপুর ফয়জুননেছা রোমান নূরানী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

ওয়াজ ও দোয়ার মাহফিলের ওই আয়োজকদের মাধ্যমে জানা যায়, বুধবার আয়োজনের প্রথমদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তাহেরী হুজুর বলে পরিচিত মাওলানা পীর মুফতী গিয়াসউদ্দিন আত্ব-তাহেরী। যিনি বিভিন্ন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়েছেন। এইদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের। পরদিন বৃহস্পতিবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবীদ, অন্ধ হুজুর খ্যাত হযরত মাওলানা হাফেজ কাজেমুদ্দিন। আয়োজনের সমাপনী দিন শুক্রবার বিদায়ী মোনাজাত পরিচালনা করবেন হেলিকপ্টার হুজুর খ্যাত আল্লামা মুফতি ড. সাইয়্যাদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (জৈনপুরী পীর)। আয়োজনের সার্বিক সহযোগিতা ও পরিচালনা করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফাইজুল ইসলাম।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়