২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:০৮, ২৭ জুলাই ২০২১

আপডেট: ১৯:০৮, ২৭ জুলাই ২০২১

একদিনেই নারায়ণগঞ্জের সৌদিগামী প্রবাসীকে তিন ডোজ টিকা!

একদিনেই নারায়ণগঞ্জের সৌদিগামী প্রবাসীকে তিন ডোজ টিকা!

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সৌদিগামী এক প্রবাসীকে একদিনেই দেওয়া হলো পর পর তিন ডোজ করোনার টিকা। সোমবার (২৬ জুলাই) ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সৌদিগামী ওই প্রবাসীর নাম ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ‘আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল। ওনাকে জিজ্ঞাস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে। সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনার কয়বার টিকা দিয়েছে, ওনারা বলল একবার টিকা দিয়েছে।`

এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, `বিষয়টি খতিয়ে দেখা হবে। এটি বড় ধরনের ভুল হয়েছে। তিন ডোজ টিকা দেওয়া ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখতে হবে। তিন ডোজ টিকা নেওয়ার কিন্তু কোনো নিয়ম নাই। এবং একটা ডোজ নিয়ে ২১ দিনের মধ্যে নেওয়ার নিয়ম নাই।`

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়