১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৩৮, ৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৯:২২, ৭ ডিসেম্বর ২০২০

এমপি পদ ছেড়ে দিয়ে লড়াই করবো: শামীম ওসমান

এমপি পদ ছেড়ে দিয়ে লড়াই করবো: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে হুশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন আপনারা শক্তিশালী, তাদের বলি, আপনারা মোটেও শক্তিশালী নন। যত লক্ষ লোক তারা সারাদেশ থেকে ঢাকায় আনবে তার থেকেও বেশি লোক আমরা নারায়ণগঞ্জ থেকে আসবো।’

রোববার (৬ ডিসেম্বর) রাতে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হবে এইটা ভেবে কেউ যুদ্ধ করে যায় নাই। সো বি কেয়ারফুল। যদি জননেত্রী শেখ হাসিনাও বলে শান্ত থাকেন। আমরা শান্ত নাও থাকতে পারি। প্রয়োজনে আওয়ামী লীগের এমপি পদ ছেড়ে দিবো। এমপি পদ ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হিসেবে লড়াই করবো। যখন সাধারণ মানুষ হিসেবে লড়াই করবো কেউ বলতে পারবে না প্রশাসন যন্ত্র নিয়ে এসে লড়াই করছি। কারণ আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভর করে লড়াই করে না, করতে শিখেও নাই।’

শামীম ওসমান বলেন, ‘যে ঘটনাটি হচ্ছে তা ভাস্কর্য ইস্যু নয়। ৭১ এর পর পরাজিত শক্তিরা তাদের পরাজয় মানতে পারেন নাই। সেই জন্য আমরা যখন স্বাধীনতার রজত জয়ন্তী পালন করতে যাবো তাদের এখানে সরাসরি হস্তক্ষেপ ও অর্থায়ন রয়েছে। অর্থায়ন না থাকলে হঠাৎ করে একটি ভাস্কর্য নিয়ে বাংলাদেশে এতটা ইস্যু বানাতো না। এতদিন তারা কোন কথা তোলেন নাই। কিন্তু এখন তোলা হলো কারণ তাদের একটি ইস্যু দরকার। এই দেশের ভৌগলিক অবস্থান যেখানে সে হিসেবে মনে হচ্ছে দেশকে তারা মৌলবাদী তালেবানী রাষ্ট্র বানাতে চাচ্ছেন।’

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ভিডিও আমি দেখেছি। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। খোদ পাকিস্তানেও কিন্তু জিন্নাহর ভাস্কর্য আছে তারা কিন্তু সেটার প্রতিবাদ করেন নাই। ভাস্কর্য ভাঙ্গার যে বিষয়টি এর পিছনে বিভিন্ন বিদেশি সংস্থার এজেন্সিরা কাজ করছে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়