২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৬:৫০, ১৫ অক্টোবর ২০২০

আপডেট: ২৩:০৯, ১৫ অক্টোবর ২০২০

করোনার বিস্তার বাড়তে পারে: গোলাম দস্তগীর গাজী

করোনার বিস্তার বাড়তে পারে: গোলাম দস্তগীর গাজী

প্রেস নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, শীতকালীন সময়ে করোনার বিস্তার বাড়তে পারে। কোভিড-১৯ একটি প্রাণঘাতি ভাইরাস। ভাইরাসটির আকৃতি পরিবর্তন হচ্ছে। তাই এখনই আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ক শিক্ষক-কেয়ারটেকারদের মাসিক সভায় তিনি এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন রূপগঞ্জ শাখার ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার ফিল্ড অফিসার আল আমিন হুসাইন, মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী আলেম সমাজকে শুক্রবারের জুম্মার খুতবায় এবং প্রতি ওয়াক্তের নামাজের পর মুসল্লিদের সাথে করোনাভাইরাস, মাদক, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনার অনুরোধ করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়