২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:২৩, ৩ জুন ২০২৩

আপডেট: ০০:৩৭, ৪ জুন ২০২৩

কর্মীরা বললে ঘরে থাকতে পারবেন না: শামীম ওসমান

কর্মীরা বললে ঘরে থাকতে পারবেন না: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘জাতির পিতার কন্যাকে নিয়ে খারাপ কথা না বলতে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম৷ কিন্তু ওরা নেত্রীকে নিয়ে আজে-বাজে কথা বলছে৷ এসব শোনার পর ধৈর্য থাকছে না৷ আমাদের দলে বড় বড় পোস্টে অনেকে আছে, কেউ প্রতিবাদ করে না৷ আমি নেতা না, কর্মী ছিলাম কর্মীই আছি। কর্মীরা একবার বললে, রাস্তায় তো দুরের কথা ঘরে পর্যন্ত থাকতে পারবেন না।’

শনিবার (৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন৷

শামীম ওসমান বলেন, `ওরা (বিএনপি) ঈদের আগে এই সোমবার থেকে হয়ত টুকটাক সহিংসতা করতে চেষ্টা করবে। ঈদের পর জুন মাসের পর জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য নামবে।`

তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বলেছি, আপনার কথা এবার শুনবো না। আপনি জাতির পিতার কন্যা। আপনি ওদের সঙ্গে গণতন্ত্রের চর্চা করুন, আমি করতে পারবো না। যারা লাফালাফি করছেন আমাদের ধৈর্য কিন্তু কমে যাচ্ছে।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্ব কর্মীসভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়