২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:৫৬, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ২০:৫৬, ২৮ নভেম্বর ২০২১

কাঁচপুর ব্রীজ এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

কাঁচপুর ব্রীজ এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজের পশ্চিম প্রান্তে ৩টি বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজের পশ্চিম প্রান্তে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো পাওয়া যায়।

র‍্যাব জানায়, শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া ভবেরচর এলাকায় এক অভিযানে ব্যাগ ভর্তি ফেন্সিডিল রেখে পালায় মাদক ব্যবসায়ীরা। পরিত্যক্ত ওই ব্যাগটি থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজ এর পশ্চিম প্রান্তে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় আরও ০৩টি বস্তা উদ্ধার করা হয়। যার মধ্যে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

র‍্যাব জানায়, ধারনা করা হচ্ছে, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটিই নারায়ণগঞ্জে গাঁজা ফেলে রেখে পালিয়ে গেছে।

উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য যথাক্রমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়