২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:২৪, ২৪ ডিসেম্বর ২০২১

আপডেট: ২২:২৫, ২৪ ডিসেম্বর ২০২১

কাউকে সমর্থন দেয়নি হেফাজত, ফেরদাউস বেশি বোঝে: আব্দুল আউয়াল

কাউকে সমর্থন দেয়নি হেফাজত, ফেরদাউস বেশি বোঝে: আব্দুল আউয়াল

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সাংগঠনিকভাবে কোনো প্রার্থীকেই সমর্থন দেয়নি বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক আমীর মাওলানা আব্দুল আউয়াল। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে মুঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। সংগঠনের কারও সাথে পরামর্শ না করে হেফাজতের সাবেক নেতা মাওলানা ফেরদাউসুর রহমানের এক ঘোষণার প্রতি উষ্মাও প্রকাশ করেন কেন্দ্রীয় এই নেতা।

আব্দুল আউয়াল বলেন, ‘আমাদের (হেফাজত) পক্ষ থেকে কোনো ধরনের সমর্থনের বিষয় নাই। এটি স্থানীয় একটি নির্বাচন। কেন্দ্রীয়ভাবে হেফাজতে ইসলামের কোনো নির্দেশনা নাই। তাছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি বিলুপ্ত। এখন পর্যন্ত কোনো কমিটি হয় নাই। সুতরাং পুরোনো কমিটির কোনো সদস্য যদি এই ধরনের বিবৃতি দেয় তাহলে সেটা তার ব্যক্তিগত অবস্থান থেকে দিসে। হেফাজতের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। আমাদের সাংগঠনিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয় নাই।’

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে উষ্মা প্রকাশ করেন মাওলানা আব্দুল আউয়াল। তিনি বলেন, ‘ওই ব্যাটা (ফেরদাউসুর রহমান) তো বেশি বোঝে। ওই ব্যাটা হেফাজতের নাম কেন ব্যবহার করছে? যদি কাউকে সমর্থন দেওয়ারই হতো তাহলে কেন্দ্র থেকে বিবৃতি দিবে। সেইটা গণমাধ্যমেও জানানো হবে। কিন্তু এইরকম কোনো সিদ্ধান্তই হয়নি। আমরা অরাজনৈতিক সংগঠন। এই ব্যাপারে কাউকে সমর্থন দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘উনি নিজে মাতবরি করে এই কাজ করছে। সে আমার সাথেও কোনো যোগাযোগ করে নাই। নিজে নিজে মতবরি করছে। জেলা ও মহানগর হেফাজতের তো কমিটিই বিলুপ্ত। তারা সমর্থন দিলো কীভাবে। এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা এই বিষয়টি পরিষ্কার করে মিডিয়াতে লিখে দেন। ফেরদাউসুর বিভ্রান্তমূলক ঘোষণা দিয়েছেন। এতে কেউ বিভ্রান্ত হবেন না। আমরা কাউকেই সমর্থন দিচ্ছি না।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়