১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:১১, ১৮ মে ২০২২

আপডেট: ১৯:১২, ১৮ মে ২০২২

কালিরবাজারে আদি মিষ্টান্ন ভান্ডারে জরিমানা

কালিরবাজারে আদি মিষ্টান্ন ভান্ডারে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: অনুমোদনহীন প্রক্রিয়ায় মিষ্টি ও দই তৈরির অপরাধে নারায়ণগঞ্জ শহরের আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (১৮ মে) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালন মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে শহরের কালিরবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

মো. সেলিমুজ্জামান জানান, অনুমোদনহীন প্রক্রিয়ায় মিষ্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজালবিরোধী অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়