২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩১, ১৬ জুলাই ২০২২

আপডেট: ২১:৩২, ১৬ জুলাই ২০২২

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো 'আসাস'

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো 'আসাস'

প্রেস নারায়ণগঞ্জ: স্বেচ্ছাসেবী সংগঠন শ্লোগানের শিক্ষার্থীদের সংগঠন একাডেমিক স্টুডেন্টস এসোসিয়েশন অব শ্লোগান (আসাস) এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল মতিনের সভাপতিত্বে ও সাবিত আল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ২১০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক আখতার জাহান শাম্মী, ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মামুনুল ইসলাম এবং আহসান উল্লাহ রানা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশ-সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের মূল্যায়নের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীদের শিক্ষাসহ সকল বিষয়ে খোঁজখবর রাখা সমাজের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। আজকের শিক্ষার্থীরাই একদিন দেশের হাল ধরবে তাই তাদের ভালো করে পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার লক্ষ্যে আসাস সামনের দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়