১৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১২:১৬, ২৭ জুন ২০২২

আপডেট: ১২:১৬, ২৭ জুন ২০২২

কৃষক লীগ নেতা দৌলত মেম্বার খুন

কৃষক লীগ নেতা দৌলত মেম্বার খুন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় পিটিয়ে ও কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও কৃষক লীগ নেতা দৌলত হোসেনকে (৬২) খুন করা হয়েছে৷ পরিবারের অভিযোগ, বর্তমান ইউপি সদস্য রুবেল আহমেদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে৷

রোববার (২৬ জুন) রাত ১০টার দিকে গোগনগর ইউপির সৈয়দপুর এলাকায় হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৌলত হোসেন মারা যান বলে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান৷ এই ঘটনায় এখনও মামলা না হলেও অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ৷

নিহত দৌলত হোসেন জেলা কৃষক লীগের কার্যকরী কমিটির সহসভাপতি এবং গোগনগর ইউপির সাবেক সদস্য ছিলেন৷ তার বাড়ি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের চরসৈয়দপুর এলাকায়৷

দৌলত হোসেনের ছোট ছেলে ফয়সাল আহমেদ বলেন, ডায়বেটিকের রোগী তারা বাবা৷ নিয়মিত চেক-আপের জন্য নারায়ণগঞ্জ শহরের বেসরকারি একটি হাসপাতালের দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন৷ পথে তার উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়৷ রক্তাক্ত জখম অবস্থায় প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়৷ ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান দৌলত হোসেন৷

"ভাঙ্গারীর দোকান নিয়ে স্থানীয় দু’টি পক্ষের মধ্যে ঝামেলা ছিল৷ বাবা সেই ঝামেলা মেটাতে চেয়েছিলেন৷ এই কারণে ক্ষুব্দ হয়ে রুবেল মেম্বারের নেতৃত্বে ইমরান, বিল্লালসহ বিচ্ছু বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে৷ রুবেল মেম্বারের সাথে স্থানীয় চেয়ারম্যান ফজর আলীর বেশ ঘনিষ্ঠতা৷ স্থানীয়দের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য সে বেপরোয়া৷” যোগ করেন দৌলত হোসেনের ছেলে ফয়সাল৷

অভিযোগের প্রসঙ্গে কথা বলতে গোগনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল আহম্মেদের মুঠোফোনের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি৷

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রানা ও রুবেল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে৷ সম্প্রতি সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায়ও করেছে তারা৷ রানা গ্রুপের পক্ষে ছিলেন দৌলত হোসেন৷ এই ঘটনার জেরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন ওসি৷

এদিকে দৌলত হোসেনের বিরুদ্ধেও হত্যা, মাদক, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে থানায়৷ ২০১৯ সালের ১ মে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ কয়েকদিন হাজতবাসের পর তিনি জামিনে বেরিয়ে আসেন বলে জানান পুলিশ কর্মকর্তা আনিচুর৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়