২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:৫৮, ২৬ নভেম্বর ২০২২

কৃষি কর্মকর্তার গাড়িতে ইয়াবা, স্বামীসহ গ্রেপ্তার

কৃষি কর্মকর্তার গাড়িতে ইয়াবা, স্বামীসহ গ্রেপ্তার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাকে বহনকারী গাড়িতে মিলেছে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট৷ এ ঘটনায় ওই কৃষি কর্মকর্তা, তার স্বামী ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ৷

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি৷

আটক করা হয়েছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তার স্বামী দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন (৪৫) ও প্রাইভেটকার চালক একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক (৩০)।

সিনিয়র এএসপি আবির হোসেন বলেন, ‘আটক তিনজনের ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল৷ তারা মাদক কারবারের সাথে জড়িত৷ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়৷ আটক তিনজনের মধ্যে একজন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা৷ তার স্বামী আগেরও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন৷’

এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

এদিকে আটক কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারের দাবি, তার স্বামী মাদক কারবারের সাথে যুক্ত৷ এ কারণে গত এক বছর যাবৎ তাদের যোগাযোগ নেই৷ তবে সম্প্রতি মাদকের সাথে সম্পৃক্ত নন জানিয়ে পারিবারিক সমঝোতার মধ্য দিয়ে আবারও যোগাযোগ শুরু করেন৷

ওই কর্মকর্তা বলেন, ‘শুক্রবার আমি একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় আমার স্বামী তাকে যাত্রাবাড়ি থেকে তুলে নেওয়ার জন্য বলে৷ তাকে নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে। যেহেতু আমিও একই গাড়ির যাত্রী ছিলাম ফলে আমাকেও আটক করা হয়েছে।’

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকি বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে ছিলাম, জেলার বাইরে আছি৷ তবে আমি আটকের বিষয়টি শুনেছি৷ আকলিমা আক্তার একজন ভালো অফিসার৷ মাদক সংশ্লিষ্টতার বিষয়ে তাকে নিয়ে কখনও শুনিনি৷ তবে তার স্বামীর ব্যাপারে গুঞ্জন ছিল৷ তিনি আগে গ্রেপ্তারও নাকি হয়েছিলেন৷’

‘আকলিমা ব্যাচমেটদের প্রোগ্রামে গিয়েছিলেন বলে শুনেছি৷ সেখান থেকে উপজেলায় ফিরছিলেন৷ গাড়িতে স্বামীর কাছে মাদক পাওয়া গেছে৷ এ কারণে স্বামীর সাথে ওই অফিসারকেও আটক করা হয়েছে৷ বিস্তারিত হয়তো পরে জানতে পারবো৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়