১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২৯, ১৪ জানুয়ারি ২০২১

কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: রূপগঞ্জে জোরপূর্বক কৃষি জমি দখল করে বালু দিয়ে ভরাটের প্রতিবাদে ইউএস বাংলা কোম্পানীর আবাসন প্রকল্প আমেরিকান সিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি ভুঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আব্দুল খালেক, মঞ্জুর হোসেন, আরিফ মোল্লা, শরীফ সরকার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ফাইজুল মোল্লা ও বাচ্চু মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলার কাঞ্চন পৌরসভা, গোলাকান্দাইল ও ভোলাব ইউনিয়নের ভালুকাবো, কেশরাবো, দীঘলিয়া, নোয়াগাঁও, ছোট নওপাড়া মৌজাসহ আশপাশের এলাকার কৃষি ও তিন ফসলি জমি জোরপূর্বক বালু ভরাট করছে আবাসন প্রকল্প আমেরিকান সিটি। একদিকে বালু ভরাট অন্যদিকে ড্রেজারের নির্গত পানিতে তলিয়ে যাচ্ছে আশপাশের এলাকা। তাতে কৃষকদের দুর্ভোগ বেড়েই চলছে। আর প্রতিবাদ করলেই তাদের হামলা-মামলার শিকার হতে হচ্ছে। অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় অবরোধ করা হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়