১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৪৪, ১৮ জুন ২০২১

আপডেট: ২২:৪৭, ১৮ জুন ২০২১

ক্রাউন বাফেট, ব্লু পিয়ার, রয়েল রেস্টুরেন্টকে জরিমানা

ক্রাউন বাফেট, ব্লু পিয়ার, রয়েল রেস্টুরেন্টকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ে, পুনর্মিলনী ও আশীর্বাদেও অনুষ্ঠানের আয়োজন করায় শহরের বেশ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ জুন) দুপুরে সদও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলীর নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর নির্দেশে নগরীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের ক্রাউন বাফেট রেস্টুরেন্ট, রয়েল চাইনিজ রেস্টুরেন্ট, ব্লু পিয়ার রেস্টুরেন্টকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনার সময় বিবাহ, আশীর্বাদ, রি-ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসা অতিথিদের বুঝিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়। একই সাথে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়