২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৭, ৫ মার্চ ২০২১

আপডেট: ২০:৩৮, ৫ মার্চ ২০২১

গডফাদার শামীম ওসমান ত্বকী হত্যার নির্দেশদাতা: অ্যাড. মাসুম

গডফাদার শামীম ওসমান ত্বকী হত্যার নির্দেশদাতা: অ্যাড. মাসুম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে ‘গডফাদার ও সন্ত্রাসী’ আখ্যায়িত করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান। শুক্রবার (৫ মার্চ) বিকেলে নগরীর ডিআইটিতে বঙ্গবন্ধু সড়কে ত্বকী হত্যা ও বিচারহীনতার ৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম আরও বলেন, ‘নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায় কারা? ত্বকী হত্যাকান্ডের নির্দেশদাতা শামীম ওসমান। এই সন্ত্রাসী, গডফাদার শামীম ওসমান নাকি সারারাত তাহাজ্জুত নামাজ পড়ে। কীসের জন্য, কোন অনুশোচনায়? ত্বকীকে হত্যা করিয়েছেন। ত্বকী হত্যার সাথে আপনার পরিবারের সদস্যরা জড়িত।’

তিনি আরও বলেন, ‘আমরা এই কথা বলতে চাইনি। র‌্যাব বলেছে, ১১ জনের কিলিং মিশনে ত্বকীকে হত্যা করা হয়েছিল। র‌্যাব বলেছে, ওই আজমেরী ওসমান জড়িত। রফিউর রাব্বি ভূমি দস্যুদের বিরুদ্ধে কেন কথা বলে, সিটি নির্বাচনে প্রধান ভূমিকা কেন রেখেছে সেটা তার দোষ। খসড়া চার্জশিটে এটাও বলেছে র‌্যাব। আমরা আন্দোলন করেছিলাম। র‌্যাব চার্জশিট দেওয়ার জন্য প্রস্তুতও করেছিল। কী নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল! যেদিন লাশ খুঁজে পাই সেদিন ত্বকীর পরীক্ষার রেজাল্ট হয়েছিল। আফসোস প্রধানমন্ত্রীর মন গলে না, তিনি কঠিন মানুষ। প্রধানমন্ত্রী কেবল তাঁর ভাই রাসেলের বেলায় সহজ হয়ে যান। অথচ খুনি ওসমান পরিবারের পাশে আছেন বলে সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তারপর বিচার বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী নির্দেশ না দিলেও আমরা ত্বকী হত্যার বিচার আদায় করে ছাড়বো। সেদিন বেশি দূরে নয়। র‌্যাব চার্জশিট দেবে, বিচার হবে, কঠিন শাস্তি সন্ত্রাসীদের পেতে হবে। এই আশাই করছি।’

এই সাংবাদিক নেতা বলেন, ‘ত্বকী হওয়ার বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না বলে প্রতিমাসে একবার করে মোমবাতি প্রজ্জ্বলন করে ওয়াদা করি। আজকে ত্বকী হত্যাকান্ডের ৮ বছর পূর্ণ হতে চলছে। আইন ও গণতান্ত্রিক শাসনের এই দেশে ত্বকী হত্যার বিচার হয় না। সাগর-রুনি হত্যাসহ, নারায়ণগঞ্জের চঞ্চল, আশিক, ভুলুসহ আরও অসংখ্য হত্যার বিচার পাচ্ছি না। অথচ আইসিটি আইনে গ্রেফতার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে লেখক মুশতাক আহমেদকে। কেন বিচার পাই না তার উত্তর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও জানেন না। আমরা হতাশ হবো না। ত্বকী হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। যতদিন বিচার হবে না, ততদিন এই রাজপথ আমরা ছাড়বো না।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে একজন মহিলা উন্নয়ন কাজ করছেন। অথচ যেখানেই তিনি উন্নয়নের জন্য হাত দিচ্ছেন সেখানেই শামীম ওসমানের শরীরে ফোসকা পড়ে যায়। একটা মসজিদ করতে গেলেও দোষ, মন্দির করতে গেলেও দোষ। আগামী সিটি নির্বাচনকে সামনে রেখে নানারকম কান্ড ঘটাচ্ছে শামীম ওসমান।’

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। সঞ্চালনা করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়