২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

গণকর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

গণকর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

প্রেস নারায়ণগঞ্জ: জনবান্ধব প্রশাসন গড়ে তুলে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে গণকর্মচারীদের ৬০ ঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

স্মার্ট অফিস ম্যানেজমেন্টের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিটিতে জেলা প্রশাসনের ৩০ জন কর্মচারী প্রতি মাসে ৫ ঘন্টা করে বছরে ৬০ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীগণ যেমন নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন তেমনি সেবা প্রত্যাশীদের সেবা প্রদানও গতিশীল হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়