২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৯, ১৭ মে ২০২২

আপডেট: ২০:৫৯, ১৭ মে ২০২২

গায়ে কাপড় থাকবে না: বামজোট

গায়ে কাপড় থাকবে না: বামজোট

প্রেস নারায়ণগঞ্জ: ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার সিন্ডিকেটের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন বামজোটের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা। মঙ্গলবার (১৭ মে) বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আয়োজিত সমাবেশে তারা এই কথা বলেন। এই সময় বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী ব্যর্থ উল্লেখ করে তার অপসারণের দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বামজোটের জেলা শাখার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিপিবি নেতা আব্দুল হাই শরীফ।

বক্তারা বলেন, ‘গরীবদের পথে বসাতে যা যা প্রয়োজন তা এই সরকার করছে। কী নিষ্ঠুর আচরণ! সারা মাস কাজ করে ১০ হাজার টাকা উপার্জন করতে পারে না মানুষ। শ্রমজীবী মানুষের সংসার চালানোর উপায় নাই। চালের ঘাটতি নেই বলে সরকার। ঘাটতি না থাকলে দাম বাড়বে কেন? ভোজ্যতেল গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়িয়েছে। তেলের তেলেসমাতি চলছে দেশে। পেঁয়াজ, আদা, ময়দা, আটাসহ সবকিছুর দাম বেড়েছে। শেখ হাসিনার সরকার সিন্ডিকেটের পাহারাদার। অথচ দেশের মন্ত্রীরা বলেন মানুষ নাকি হাসতে হাসতে বাজার করছে। এই মন্ত্রীদের অবস্থা যে কী হবে তা শ্রীলঙ্কাতে দেখা যাচ্ছে। যখন পাবলিকের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন সবাই রাস্তায় নেমে আসে। পাবলিক রাস্তায় নেমে আসলে টের পাবেন, গায়ে তখন কাপড় থাকবে না।’

বাম নেতারা আরও বলেন, ‘এরশাদ, খালেদার মতো শেখ হাসিনাও মানুষের কষ্ট দেখছে না। মানুষের ক্ষোভ দেখছে না। জনরোষ একদিন তাকে চোখে আঙুল দিয়ে দেখাবে সবকিছু।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়