২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:৫২, ২৭ মে ২০২৩

আপডেট: ২১:৫২, ২৭ মে ২০২৩

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন রবিবার

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন রবিবার

প্রেস নারায়ণগঞ্জ: গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। রবিবার (২৮ মে) বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এ মানববন্ধনের আয়োজন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু জানান, আবাসিক খাতে দীঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। নতুন করে গ্যাসের অনুসন্ধান বন্ধ রেখে, সাগরের বøক থেকে উত্তোলনের কোনও উদ্যোগ না নিয়ে, দেশীয় কোম্পানী বাপেক্সকে বাদ দিয়ে বিদেশী অদক্ষ কোম্পানীদেরকে উচ্চহারের কমিশনে নিয়োগ দিয়ে সরকার দীর্ঘদিনে এ সংকট তৈরী করেছে। সরকার নিজেদের এ ব্যর্থতার দায় জনগণের উপর চাপিয়ে বারে বারে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এখন আবার সরকার নতুন করে গ্যাসের দাম ৪৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান দুর্বিসহ এ অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের এ সিদ্ধান্ত দেশের মানুষকে আরও তীব্র সঙ্কটের মুখোমুখী করবে। সরকারের এ গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৮ মে ২০২৩ রবিবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এক মানববন্ধনের আয়োজন করেছে।


প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়