২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪৮, ১৫ অক্টোবর ২০২২

আপডেট: ১৯:৩৪, ১৬ অক্টোবর ২০২২

চাষাড়া-পঞ্চবটি সড়ক প্রশস্ত করতে মেয়র আইভীর উদ্যোগ

চাষাড়া-পঞ্চবটি সড়ক প্রশস্ত করতে মেয়র আইভীর উদ্যোগ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে পঞ্চবটি সড়কটি অতি গুরুত্বপূর্ণ৷ অবৈধ দখলে সড়কটির প্রশস্ততা কমে যাওয়ায় নিত্যদিন এ সড়কে যানজট লেগে থাকে৷ জনসাধারণের ভোগান্তি লাঘবে সড়কের প্রশস্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ সড়ক ও জনপথ বিভাগের অধীন এ সড়কের প্রশস্ততা বাড়িয়ে সৌন্দর্যবর্ধনের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি৷

চাষাড়া-পঞ্চবটি সড়কটিকে চারলেনে প্রশস্ত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ চিঠির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়৷ গত ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশনা দেওয়া হয়৷

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের ডিএনডি সড়ক (চাষাড়া-পঞ্চবটি) চার লেনে উন্নীতকরণ ও সৌন্দর্যবর্ধণ প্রসঙ্গে মন্ত্রণালয়ে চিঠি দেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন৷

চিঠিসূত্রে স্থানীয় সরকার বিভাগ বলছে, চাষাড়া-পঞ্চবটি রাস্তাটির গড় প্রস্থ ১৫০ ফুট হলেও অবৈধ দখলদার ও যত্রতত্র গাড়ি ষ্ট্যান্ড করে রাখার ফলে গড়ে অনুমানিক ৫০ ফুট রাস্তা বর্তমানে সচল রয়েছে। নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এবং যানবাহনসহ জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে চাষাড়া-পঞ্চবটি রাস্তা হতে অবৈধ দখলদার উচ্ছেদ করে উভয় পার্শ্বে ড্রেন, ফুটপাত নির্মাণ ও সবুজায়নের পাশাপাশি রাস্তাটি চার লেনে উন্নীত করণের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণর জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে৷ নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এবং যানবাহনসহ জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে চাষাড়া-পঞ্চবটি রাস্তাটির অবৈধ দখলদার উচ্ছেদ, নর্দমা ও ফুটপাত নির্মাণ, সৌন্দর্য বর্ধনসহ চার লেনে উন্নীতকরণ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে প্রাপ্ত পত্রের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো৷

স্থানীয় লোকজন ও পরিবহন শ্রমিকরা বলছেন, চাষাড়া-পঞ্চবটি সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক৷ বিসিক শিল্পাঞ্চলে যাওয়া হাজারো শ্রমিক প্রতিদিন এ সড়কটি ব্যবহার করেন৷ এছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ এ সড়কে চলাচল করেন৷ তাদের প্রতিদিনই এ সড়কে যানজটে পড়তে হয়৷ দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে৷ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ চলায় চাষাড়া-পঞ্চবটি সড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে৷ সড়কটি প্রশস্ত করা গেলে দুর্ভোগ কমবে৷

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি৷ চাষাড়া-পঞ্চবটি সড়কে প্রতিদিনই যানবাহনের অনেক চাপ থাকে৷ পুরাতন ও গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রশস্ত করা গেলে শহরের ভেতরের যানজটও অনেক কমবে৷ সড়কটি প্রশস্ত করার জন্য উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন৷ এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়