১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৩, ২৭ ডিসেম্বর ২০২০

চিশতিয়া বেকারী ও কাঁটাবনকে আশি হাজার টাকা জরিমানা

চিশতিয়া বেকারী ও কাঁটাবনকে আশি হাজার টাকা জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পণ্যের গায়ে লেবেল ও অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করায় দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের চিশতিয়া বেকারী ও ফতুল্লার কাঁটাবন এন্ড কোংকে এই জরিমানা করা হয়। জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এইসময় সংশ্লিষ্ট পণ্যের গায়ে ওজন, পরিমান উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি লিপিবদ্ধ না থাকায় এবং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় সিদ্ধিরগঞ্জ এলাকার চিশতিয়া বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক পঞ্চাশ হাজার টাকা এবং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় ৪৩ ধারা মোতাবেক ফতুল্লার পূর্ব ভূইগড় এলাকার কাঁটাবন এন্ড কোংকে ত্রিশ হাজার করে মোট আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়