২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২০:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২১

ছবিটিকে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে: পপি রাণী সরকার

ছবিটিকে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে: পপি রাণী সরকার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর গতবারের একটি নির্বাচনী প্রচারণার ছবি নিয়ে একই সুরে সমালোচনা করেছেন হিন্দু সম্প্রদায়ের ও হেফাজত ইসলামের নেতারা। তাদের দাবি `সিঁদুর পরে মন্দিরে দেবতাকে প্রণাম` করেছেন মেয়র আইভী। সমালোচনা করছেন সাংসদ শামীম ওসমান ঘনিষ্ঠ নেতাকর্মীরা। ওই ছবি ব্যবহার করে শহরে পোস্টারিংও হয়েছে। সিটি নির্বাচনকে সামনে রেখে মেয়র আইভীকে ঘায়েল করার জন্য এই ছবি ব্যবহার করে `সাম্প্রদায়িক উস্কানি` দেওয়া হচ্ছে বলে দাবি করেন আইভী ঘনিষ্ঠ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষরা।

এদিকে ওই ছবিতে সিটি মেয়র আইভীর পাশে আরও দু’জনকে স্পষ্টভাবে দেখা যায়। তাদের মধ্যে একজন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এবং অন্যজন নারী সংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব পপি রাণী সরকার। পপি রাণী সরকার ওই নির্বাচনে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীও হয়েছিলেন।

গত রোববার (১৪ ফেব্রুয়ারি) ওই দিনের ঘটনা এবং ওই ছবির ব্যাখ্যা দিয়েছেন এই নারী নেত্রী। এমনকি এই ছবি নিয়ে যে ধরনের নেতিবাচক প্রচারণা চলছে তা ‘মিথ্যা’ বলে দাবি তার। সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে নারায়ণগঞ্জকে একটি মহল অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন পপি রাণী সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে দু’টি ছবি সংযুক্ত করে পপি রাণী সরকার লিখেছেন, ‘নারায়ণগঞ্জ শহর ঐতিহ্যগতভাবেই সম্প্রীতির শহর। আমার প্রিয় শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে কষ্ট হয়। এই কষ্টটি কেবল আমার একার নয়, এই শহর কিংবা মানুষকে যারা ভালোবাসেন তাদের সকলেরই। বিগত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে। বিশেষত নিন্মোক্ত এই ছবিটিকে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। এই ছবিটিকে কেন্দ্র করে কথিত বয়ান সম্পূর্ণ মিথ্যা। তার কারণ বিগত নির্বাচনে আমি নিজেও কাউন্সিলর প্রার্থী ছিলাম।’

‘নির্বাচনী প্রচারণার একটি সময়ে ১৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়ায় প্রবেশের পথে এলাকাবাসীর প্রতি সম্মানের প্রতি শ্রদ্ধা জানাতে মেয়র মহোদয় সনাতন সম্প্রদায়ের নাগরিকদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ছিলেন। উক্ত ছবিটি কোনো মন্দিরের দেবতার প্রতি ছিল না। সেইদিন মেয়র মহোদয়কে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য গোয়ালপাড়াবাসীর রাস্তায় ঢল নেমেছিল, রাস্তায় দাড়াতে খুব বেগ পেতে হয়েছিল আমাকেও।’

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে পপি রাণী সরকার লেখেন, ‘নগরবাসীকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হবার অনুরোধ করছি। আমাদের নারায়ণগঞ্জ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, জাতি ধর্ম নির্বিশেষ সকলের। মানবতার জয় হোক।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়