১৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৪, ৭ জুলাই ২০২১

আপডেট: ১৪:০৭, ৮ জুলাই ২০২১

জনগণের টাকায় কাজ করে ক্রেডিট নেওয়ার কিছু নাই: শামীম ওসমান

জনগণের টাকায় কাজ করে ক্রেডিট নেওয়ার কিছু নাই: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘আবর্জনার সুষ্ঠু ব্যবস্থা না হলে জলাবদ্ধতা দূর হবে না বলে আমি মনে করি। ড্রেনের মধ্যে টনের পর টন পলিথিন ঢুকে গেলে পানি বেরিয়ে যেতে পারে না। বোয়ালিয়া খাল দিয়ে পানি প্রবাহিত হতো। এই খালের একটা অংশ কোনো এক সময় ভুল করে ভরাট করে ফেলেছি। এটাও জলাবদ্ধতার একটা কারণ। ড্রেন পরিষ্কার না রাখলে ১৩শ’ কোটি টাকা না ১৩ হাজার কোটি টাকা দিয়ে ড্রেন করলেও পানি জমে যাবে।’

বুধবার (৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জলাবদ্ধতা নিরসনে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সভার সভাপতিত্ব করেন।

তিনি আরও বলেন, ‘জনগণের টাকায় কাজ করে ক্রেডিট নেওয়ার কিছু নাই। আমিও সিটি কর্পোরেশনের ভোটার। এমপি হিসেবে কইতাছি না। এমপি হিসেবে কইতে গেলে আমার বোন আবার ক্ষেপে যাবে। জালকুড়ির বর্জ্য ব্যবস্থাপনার কাজ শেষ হচ্ছে না কেন?’

শামীম ওসমান বলেন, ‘শুধু পানি না, শিল্প বর্জ্যমিশ্রিত পানির মধ্যে থাকা তো সম্ভব না। জেলা প্রশাসক চাইলেই সবকিছু হয়ে যায় না। কিছু সমস্যা থাকেই। খালগুলোতে সবচেয়ে বড় সমস্যা তৈরি হবে যতক্ষণ পর্যন্ত গ্যাস, বিদ্যুতের লাইনগুলো সরিয়ে না নেওয়া হয়। আমি বিদেশ থেকে এসেই ডিএনডি’র প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলেছি।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের চেয়ার আর আমার চেয়ার এক না। উনি ডিজি হেলথের কথা মাইক দিয়া শুনাইতে পারবে না। আমি পারবো। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বললে, প্রধানমন্ত্রীরে শুনাইয়া দিতে পারবো। কারণ এটা আমার দায়িত্ব। কোথায় কোথায় পরিকল্পনার অভাব আছে আমাকে বলবেন। আমরা শেখ হাসিনার কর্মী। আমরা আমাদের কথা জায়গামতো বলবো। যদি কাজ না হয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। আমরা আমাদের সমাধান পাবো।’

শামীম ওসমান বলেন, ‘পুরোপুরি অসহযোগিতা আছে। এই প্রজেক্ট হবে না যদি তিতাস, ডিপিডিসি তাদের লাইন দ্রুতই অপসারণ না করে। এটা না করলে আগামী এক বছরেও এইটা হবে না। আপনি লেখেন, আপনার কলম যাতে না থামে। যেখানে কথা বলা দরকার সেখানে আমরা কথা বলবো।’

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনডি প্রজেক্টের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মো. আহসানূত তাকবিম চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ সালাহউদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, এলজিইডি নারায়ণগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, গণপূর্ত নারায়ণগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়