২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ মে ২০২২

আপডেট: ১৭:৫৫, ১৬ মে ২০২২

জালিয়াতির মামলায় জাপা নেতা গিয়াস রিমান্ডে

জালিয়াতির মামলায় জাপা নেতা গিয়াস রিমান্ডে

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দলিল জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেফতার মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে গিয়াস ভেন্ডারকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, পুলিশ তিনদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ মে জালিয়াতির মামলায় গ্রেফতার হন গিয়াস উদ্দিন চৌধুরী। জাল দলিলের মাধ্যমে নগরীর শহীদনগর এলাকার ছায়াকুঞ্জের সাড়ে ১৪ একর জমি বিক্রির অভিযোগে জাপার আহ্বায়কের বিরুদ্ধে মামলাটি করেন আজিজুর রহমান মিঠু নামে এক ব্যক্তি। তিনি মামলায় বলেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী তাদের পারিবারিক দলিল লেখক। বাদীর স্বাক্ষর জালিয়াতি করে দলিল করেছেন। এই বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বাদীকে প্রাণনাশের হুমকি দেয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়