১৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:৫৭, ২৮ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৫১, ২৮ আগস্ট ২০২২

প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন জমা, আশা মনোনয়ন পাবো: পিপি রকিব

প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন জমা, আশা মনোনয়ন পাবো: পিপি রকিব

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর৷ এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব৷ তিনি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন৷ আওয়ামী লীগের মনোনয়ন তিনি পাবেন বলেই প্রত্যাশা করেন৷

অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যানের জন্য একমাত্র আমার আবেদন পূর্ব থেকেই মাননীয় প্রধীনমন্ত্রীর নিকট জমা আছে৷ আশা করি আমিই মনোনয়ন পাবো৷’

তিনি বলেন, আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন৷ তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করেন৷

অ্যাডভোকেট রকিব বলেন, ‘কেননা আওয়ামী লীগের দুর্দিনে ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অধিকাংশ উল্লেখযোগ্য বড় বড় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মামলা আমি পরিচালনা করেছি৷ সেই কাগজপত্রও আবেদনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি৷ ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকাতে আওয়ামী লীগের সকল মিটিং এ আমি অংশগ্রহণ করেছি৷ এবং পল্টন ও স্টেডিয়াম ময়দানে সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়েছি৷’

তিনি বলেন, ‘যারা বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান তারা ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকায় আওয়ামী লীগের কোন মিটিং-মিছিলে যান নাই৷ আমি ছাত্রজীবন এ সক্রিয়ভাবে ছাত্রলীগের কর্মী ছিলাম৷ ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে কারাবরণও করেছি৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়