১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:১২, ১১ জুলাই ২০২০

জেলা রোভার স্কাউটসের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জেলা রোভার স্কাউটসের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রেস নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউটসের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলার প্রেস ক্লাব থেকে শুরু করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পযর্ন্ত পথচারী, রিক্সা ও ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

কোভিড-১৯ মহামারী থেকে মানুষদের সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস থেকে আসা এইসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন, নারায়ণগঞ্জ জেলা রোভার এর কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক এইচ এম ফারুকুল ইসলাম ।

বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. মেহেদী হাসান, মো. রাব্বি, নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. নবী হোসেন, হাজী মিছির আলী কলেজে রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট কবির হোসেন ও গার্ল-ইন রোভার নদী আক্তার, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র রোভার মেট আরাফাত হোসেন ও তোফাজ্জাল হোসেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়