২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:০০, ৫ নভেম্বর ২০২২

আপডেট: ২০:০৩, ৫ নভেম্বর ২০২২

টানা এক সপ্তাহ গ্যাস বিভ্রাটে থাকবে নারায়ণগঞ্জ

টানা এক সপ্তাহ গ্যাস বিভ্রাটে থাকবে নারায়ণগঞ্জ

প্রেস নারায়ণগঞ্জ: সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বড় একটি এলাকায় টানা এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বিঘ্ন বা বন্ধ থাকতে পারে। বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শনিবার এক জরুরি নোটিসে এই সতর্কবার্তা দিয়েছে।

রোববার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে।

গ্যাসের স্বল্প চাপজনিত কারণে গত দুই মাস ধরে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের মিল-কারখানাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহ এক সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা শিল্প মালিকদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

তিতাসের বার্তায় বলা হয়, ‘জিটিসিএল কর্তৃক আগামী ০৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কি.মি. দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। এর ফলে এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।’

যোগাযোগ করা হলে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের ডিজিএম মামুনুর রশীদ বলেন, ‘জিটিসিএলের সঞ্চালন লাইন পরিষ্কার করা হবে। এর ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পরে গ্যাসের চাপ বাড়বে।’

এদিকে এক সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে এসব এলাকার ভোক্তারা। দীর্ঘদিন ধরে গ্যাসের সরবরাহ কম থাকায় অনেকেই ইতোমধ্যে বিকল্প উপায়ে কারখানা সচল রাখা শুরু করেছেন।

ফতুল্লা অ্যাপারেল নামে একটি কারখানার ব্যবস্থাপক ফজলে শামীম এহসান বলেন, ‘এমনিতেই গত দুমাস ধরে এসব এলাকায় গ্যাসের কোনো সরবরাহ নেই। স্বল্প চাপজনিত কারণে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাও কারখানা সচল রাখা যাচ্ছে না। গ্যাস সরবরাহ বন্ধ রেখে সঞ্চালন লাইন পরিষ্কার করার পর পরিস্থিতির উন্নতি হবে এ ধরনের কোনো আশ্বাস আমরা পাইনি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়