২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৮, ২৪ জুন ২০২২

আপডেট: ২০:৫৯, ২৪ জুন ২০২২

ট্রাফিক পুলিশের ওপর চড়াও হলেন প্রতিবন্ধী ইজিবাইক চালক

ট্রাফিক পুলিশের ওপর চড়াও হলেন প্রতিবন্ধী ইজিবাইক চালক

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লার পঞ্চবটীতে ইজিবাইকের মিটার ভেঙ্গে ফেলায় ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবন্ধী এক চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ফতুল্লার পঞ্চবটি মোড়ে ট্রাফিক বক্সের সামনে এঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘন্টা পর রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার সময় ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকার রাজু গাজীর ছেলে এক পা কাটা প্রতিবন্ধী আলমগীর গাজী (৪০) পঞ্চবটি মোড়ে যানজটে পড়ে ধীর গতিতে ইজিবাইক চালাচ্ছিলেন। এসময় ট্রাফিক পুলিশ সদস্য আজাদ এসে তার ইজিবাইকের মিটারে লাঠি দিয়ে আঘাত করলে তা ভেঙ্গে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের বুকের উপর পর চড়াও হন সেই প্রতিবন্ধী ইজিবাইক চালক। এক পর্যায়ে টানা হেঁচড়া করে পুলিশ সদস্যের কাপড় ছিড়ে ফেলেন। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করে জামা থেকে ইজিবাইক চালকের হাত ছাড়ায়। এরপর দুজনকে দুদিকে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শকের (টিআই) সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু বলেন, এবিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোজ নিয়ে দেখছি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়